দুটি রাস্তার মোড়ে

(১)
পশ্চিমাকাশে এক ঝাঁক বলাকা
সাঁজাল ঝরিয়ে চুপি চুপি চলে গেল চতুর্দিকে…
নীড় হারা এক বলাকার প্রদোষক্ষণের ভাবনা :
আমি অসহায় যেতেই হবে আঁধারতলির পথে !

(২)
পথ হারা যুবতীর পিছে নগণ্য ধর্ষক
চারিদিক নিস্তব্ধ !
কোন দিকে তার নিরাপদ গন্তব্য :
ধর্ষকের হাতে ঝুলে থাকা কন্টকিত আলো পথে
নাকি এক খাদে – অন্ধকার মসৃণ পথে!

0.00 avg. rating (0% score) - 0 votes