কাব্য নারীর মৃত্যু

ঘুমিয়ে আছে একটা নারী কাব্যের ভিতর :
একটা পাতলা সাদা থান এলোচুল
স্বর্ণলঙ্কার শরীর জুড়ে
দিগন্তে নামা নীলিমার মতো নেমে গেছে
তার দু চোখের পাতা
আগ্নেয়শৈলের মতো নিরেট দুটি বক্ষের পিরামিড :
সবাই দেখছে…..
কেউ বলছে বিধবা কেউ বা বেশ্যা, কেউ বা বলছে আহা রে বড়ো অসহায় !
কেউ জানতে এগিয়ে এল না প্রকৃত ইতিহাস |
চতুর্দিকে দুর্বল কটু দৃষ্টিপাতের বৃষ্টি
গহনার পরে শরীরের পরে…..
পরিচ্ছন্ন আগ্রহগুলো যেন তালাবন্ধ
অন্ধকার ঘরের কুঠুরিতে !
কেউ দিল না তারে বিনিদ্রতার ডাক
ঘুমিয়ে রইল নারী….
এক পৃথিবী অবহেলায় মৃত্যু হল তার
গলিত দেহ মিলিয়ে গেল কাব্যের ভিতর…..

0.00 avg. rating (0% score) - 0 votes