আজ কেটে গেল মোর অন্ধমোহ
ভুলে বসেছি সব দূরাশা।
বুঝলাম তোমায় ভুলে যাওয়া শ্রেয়,
নইলে মানুষ নামটা মোর রবেনা। যদিও
সেটা মৃত্যুসম যন্ত্রনা। তবুও
বুঝলাম মানুষ আমি;
বুঝলাম কিভাবে হয় পাথর সৃষ্টি
প্রজাপতি জন্মে কার গর্ভে।
উচ্চতার কারণে পাহাড় ক্যানো
পর্বত নাম ধারণ করে।
পরোকক্ষণে কেটে গেল যখন স্বপ্নের ঘুম
বুঝলাম মানুষ আমি ;
বুঝলাম পদ্মা কখন গঙ্গা নাম ধারণ করে
জলকে ক্যানো অনেকে পানি নামে ডাকে। তবুও
বুঝলাম মানুষ আমি ;
বুঝলাম যত বৃষ্টি ঝড়ুক চোখে অবিরত
আর হৃদয় পটে বন্যা হউক যত।
বুঝলাম যত দুরে থাকো, নাম করো বদল
তবুও তুমি মোর হৃদয় গল্পের শেষ সংস্করণ।
উদ্দেশ্য-প্রিয় ছোট্রভাই পাটোয়ারি নীল।
উৎসর্গ-তিথী
হিমু
০২-০৮-২০১৪