আজ স্বপ্নের ঘুম ভেঙেছে
অভাবটা যখন দাঁড়ে কড়া নেড়েছে,
হায়রে অর্থ ! তোর কারণে ঘুমানোই দায়।
একদিন দু’হাতে পরিত্যক্ত কাগজের মতো
যাকে খুশি দিয়েছি।
তখনতো বুঝিনি তুই এতটা আমাকে
হৃদয় দিয়ে ভালোবেসেছিলি।
তোরে ধরে রাখিনি বলে
দিয়ে গেলি অভিশাপ।
ভালবেসে আকড়ে ধরলাম যারে
তুই নেই দেখে সেও করল তিরস্কার।
আচ্ছা তুই বল
তুই কি করতিস সতীনের সাথে ঘর।
এক ঘরে টাকা আর নারী
কারে আপন কারে করতাম পর।
আচ্ছা আমি কি ভুল করেছি?
তোকে অবহেলা করে নারীকে
ভালবাসতে গিয়ে বল।
নিশ্চয় বলবি হয় নয়তো নয়,
তবে অকপটে বলতে পারি আজি-
স্বামী,প্রেমিকের চেয়ে নারী,
টাকা নামের সতীনটাকেই ভালবাসে বেশি।
উৎসর্গঃ আফরোজা রিতু তিথী