যৌবনে বিক্ষাত হতে চেয়েছিলাম
চেয়েছিলাম বিপ্লবী হতে কিংবা কবি।
পৃথিবীর বুকে রেখে যেতে চেয়েছিলাম অক্ষয় স্মৃতি।
বাবা বলতেন – বিক্ষাত হতে চাস?
বলেছিলাম বাবা যতদিন বাংলা থাকবে,
রবীন্দ্রনাথও থাকবে, মুজিব থাকবে
সুভাষ বসু, নজরুল, আর আমি?
কত শতকোটি মানুষ মিশে গেছে এ মাটিতে
কে কার খবর রাখে ? যেদিন নিংস্বাশ বন্দ হবে
মিশে যাব তাদের দলে – এক পুরুষ কিংবা দুই, তারপর?
বিক্ষাত হওয়া দুরের কথা ঘরই হলোনা বাংলায়
পরবাসী আমি হিমায়িত ইলিশ খাই
আরিচা ঘাটের ইলিশ-ভাত কতকাল খাইনি
ফ্রেজেন কচুরলতি দেখলে বুকটা চনমন করে
শুটকি দিয়ে এক প্লেট ভাত, লালশাকের ঝোল,
গুড়ো চিংরির ভতা, নতুন আলু দিয়ে চাপিলা মাছের ঝোল?
সবকি ভূলে গেছি, স্বজাতি, স্বদেশ?
বিক্ষাত হওয়া দুরের কথা ছাপোশা পরবাসী
শেষ ঘুম কি হবে আমার পৃতিৃভূমে?
Canberra
25/7/2014