একগুচ্ছ কবিতা

ইজ দেয়ার এনি পোয়েম উইদাউট ইউ?

শরীরে নিয়ে চলছি বিগত দিনের ক্লান্তি, আমি কি সেই মানুষ?
অথবা বৃক্ষ? যারা বাতাসে শিহরিত হয়, বৃষ্টিতে ভেজে?
চোখের নিচে জমাট কালি- তাতে লেখা আছে সেই গল্পগুলো
জেগে থাকা রাত, কিংবা ঘুমিয়ে পড়েছ তুমি, কেউ জানে কি?

আমি কি সেই মানুষ? যারা বাউন্ডুলে খুব সাগরে ও পাহাড়ে-
যারা একা একা কথা বলে, অথচ ঠিকঠাক ফিরে আসে
তোমার কথার কাছে?

তোমারও তো বর্ষাকাল এখন। বৃষ্টি হচ্ছে। অথবা হচ্ছে না।
ভিজে যাই আপাদমস্তক…

 

নাউ ইউ ফিল আপ মাই সেন্সেস

বড্ড ভাবায়

এইযে সব খসড়া নিয়ম কানুন, প্রিয়মুখ, শাড়ির আঁচল-

এইযে কারো অনুপস্থিতি ব্যর্থ করে দিতে জানে বিকেলের চা ও
রাতের সিগারেট, জন ডেনভারের বেজে চলা সেইসব সুর-

এর দায় নিয়ে নেবে ফুল,
এর দায় নিয়ে নেবে ভোর,
আর তুমি দূরেই থাকো। দূরত্ব রহস্য বাড়ায়। আমি সেই রহস্য হাতে

ঢুকে পড়ি তামাকের ধোঁয়াভরা বেকারস্ট্রীটের কোন পুরনো বাড়িতে-
‘হোমস, বাড়িতে আছো? এর মত রহস্য কিন্তু কোথাও পাবেনা…’

 

একটি বৃষ্টির দিন 

অথচ পোলাও আমার প্রিয় নয়, ঘ্রাণটুকুই যত আশ্চর্য ভাল। সারাদিন নাকে এসে লাগছে প্রতিবেশী পোলাওয়ের ঘ্রাণ। আর সারাদিন আমি ও একটি গোল্ডলিফের ব্যবধানের ভিতরে বৃষ্টি নামছে। এইসব ভাল। যেন তুমি নেই।

অথবা আছো দোলনচাঁপা ফুলের মত, কোথায় কোথায়…

 

একটি সহজ কবিতা
(উৎসর্গঃ নীল কৃশানুকে)

কে জানত এই বিষণ্ণ শহরে হিজিবিজি রাতের আকাশ
আত্মীয়ের মত আচরণ করে এইসব অনাত্মীয় সময়ে!
মেয়ে, তুমি আরোটা সহজ হও, আজকের ভোরের মতন;

এই ভীষণ বাতাস, এবং ভাল লাগা ঘোর-স্পর্শ-অনুভূতি-
কেমন অসুখের মত আপন করে নেয় আবোল তাবোল!
মেয়ে, তুমি আরোটা সহজ হও, আজকের ভোরের মতন;

আরোটা সহজ হও, আজকের ঝিরিঝিরি বৃষ্টির মতন।
আরোটা সহজ হও যেন সীমানার ভেতর কোন সহজ দৃশ্য তুমি
অথবা হাসি তোমার হয়ে উঠুক কারো সুইসাইড নোটের লেখা;

 

২০১৪

১.

আমিও অনেকটা আগের মতই। শুধু প্রিয় কোন ফুল না থাকায়
ভবঘুরে ছিলাম কিছুটা। যে কোন গন্ধেই ছুটে গেছি অনেকটা দূর!
আরো যত ফুল, ফল, পাখি-
রয়ে গেছে আগের মতই। এখন অনেক ব্যস্ত জীবন, আর
সুখে দুঃখে অবসরে, কারো না কারো দোলন চাঁপার গন্ধে হুট করেই যেন
গোলাপের কাছে ফিরে যেতে পারি…
গোলাপের কাছে জমা থাক ভালো লাগা ফুলের সুবাস-
গোলাপই সহজ কিছুটা, এতসব জটিল বিষয়ে…
২.

যারা থাকে বর্তমানে, হৃদয়ের আশেপাশে…
শুধু তারাই গল্পের কুশীলব। কিছুটা দূরত্ব হলে মনে হয় ফেলে আসা
দারুণ স্মৃতি, যেন প্রিয় কোন বিকেল আসতে হলে মাড়াতেই হবে
সকাল আর দুপুরের ছায়া…
অথচ এমনও সন্ধ্যা আসে বিকেলের আগে-
এমনও ঘনঘোর কুয়াশা, শীতের অনেক আগেই এসে পড়ে;
ঋন বেড়ে চলে প্রিয় সব মুখের কাছে-
যারা দূরে চলে যায়, ফিকে হবার নামে হয়ে ওঠে ক্রমশঃ স্পষ্টতর!

 

দীর্ঘশ্বাস নয়

আজতক যত কথা বলা হয়ে গেছে, ছড়িয়ে গিয়েছে সব
এদিক সেদিক। তুমি তার কতটা শুনেছো? কতটা বুঝেছো তুমি
সহজ নিঃশ্বাস?

যদিও আয়না নয়, মানুষ ভালবাসে শুধু প্রতিচ্ছবিকে-
এই যে মেঘ- রোদ- সমস্ত বৃষ্টি, এসবের ফাঁকে ফাঁকে যত নীরবতা,
তারও বেশি গভীর সবটুকু সুর তুমি ঠিকই চিনে নাও…

তবু আজ দীর্ঘশ্বাস নয়, বলি কতটা বুঝেছো তুমি সহজ নিঃশ্বাস?
কতটা শুনেছো তুমি যা কিছু বলা হয়ে গেছে, আর যা কিছু হয়নি বলা?

 

-রনক জামান 

 

0.00 avg. rating (0% score) - 0 votes