প্রত্যাশা

মোর জীবনটা আস্থ বড় ব-দ্বীপ
তাতে শত মানুষের বিচরণ।
তবুও আজো বড় একা লাগে
মনে হয় যেন অন্ধকুপ ঘর।
কে জানে সীমানা পেরিয়ে বুঝি
দুর অজানায় পাড়ি জমাতে চায় এই মন।
তার ঠিকানায় যে সত্যি আপনজন।
দিন যায় দিন আসে
ভালো বাসা বাড়ে সাপের বিষে মতো করে
কখন পাইবো তারে করিতে দংশন।
চোখের দেখা দেখিতে চাই
চাই তারে দশ আঙ্গুলে জড়াতে।
সে কোথায়? যারে দেখিবার তরে
মোর মরিবার তরে মন আগুনে লাফ মারে।

উদ্দেশ্য-তিথী
১২-০৮-২০১৪
রাত-০৩.১৫

0.00 avg. rating (0% score) - 0 votes