জন্ম আমার ধন্য

জন্ম আমার যেই দেশেতে বাংলা যে তার নাম
দোয়েল শ্যামা ডাকে সেথায়,গাছে ধরে লিচু কাঁঠাল আম,
ছয়টি ঋতু নিয়ম মেনে সাজায় একটি বছর
রঙ বেরঙ এর কত যে ফুল মেলায় তাদের আসর ।

গ্রীষ্ম,বর্ষা,শীত এই তিনটি ঋতুর প্রধান
প্রকৃতিতে করে তারা কত গুণের আদান-প্রদান,
ভিনদেশী কেউ যদি আমার দেশে আসে
থেকে যেতে চায় সেও এখানে প্রকৃতিকে ভালবেসে ।

বাংলা আমার নয় যে কৃপন উদার তাহার হৃদয়
যেই করে আশ করতে পারে বাস পেয়ে এখানে আশ্রয়,
এই তো আমার জন্মভূমি গর্বিত তাহার জন্য
জন্ম আমার হয়েছে এখানে তাই ধন্য আমি ধন্য ।

0.00 avg. rating (0% score) - 0 votes