ছিন্ন মনবীণা

এখন জন্ম লয় না সুর
জন্ম লয় না ঝংকার
সেই কবে কেটে গেছে মনবীণা তার !
তুই খেলেছিলি তাকে নিয়ে তেপান্তরে,
তারপর নষ্ট করে সবুজের ধারে ছুঁড়ে
একটা পাহাড় ডিঙিয়ে চলে গেলি বহুদূর……..
এখন জন্ম লয় না সুর
ধূসর আস্তরণে আশ্লিষ্ট, বড়ো অসহায় ;
অন্ধকারে ছিন্ন তারের আধূত কম্পন
সাহিত্যের খেয়া বায়,
পদ্য জন্ম লয়, গদ্য জন্ম লয়
ম্লান ধূসর আঁধারের নির্মোক পরে অনন্ত সাগরে
অক্লান্ত স্বপনের খেয়াঘাট,
হারিয়ে যায় শাদ্বল তেপান্তরের মাঠ ;
তারা জীবন্ত নিথর হয়ে পাড়ি দেয় অনন্ত সাগর………
তুই আর ফিরে এলি না, চলে গেলি বহুদূর……..
পড়ে রইল কিছু ভুল
আর ছিন্ন মনবীণা – তোর খেলার পুতুল |

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “ছিন্ন মনবীণা

Comments are closed.