বিচিত্র সংজ্ঞা নিয়ে জীবন বড় জটিল।
কখনও বহমান নদীর মত সচল
কখনও জগদ্দল পাথরের মত অচল,
অধুনা কাব্যের মত দূর্বোধ্য
ছোট গল্পের মত অসমাপ্ত
কখনও বিষুদ্ধ ছড়ার মত ছন্দময়,
চাঁদনী রাতের মত আলো ঝলমল
সন্ধ্যা তারার মত স্নিগ্ধ
কখনও উচ্ছল ঝর্ণার মত চঞ্চল।
দূরের আকাশে বর্ণময় রংধনু কভূ
বিশাল অরণ্যের মত দরাজ দিল
আকাশের মত উদারতা নিয়ে ধৈর্যশীল,
কভূ মুক্ত বলাকার মত স্বাধীনতা প্রিয়
পর্বত সম সুউচ্চ শির মহাবীর,
নক্সী কাঁথায় মোড়া পৌষের মত আড়ষ্ট
কভূ রহস্যের ঘেরাটোপে অসচ্ছ দ্বীপ,
কখনও মাংসাসী পশুর মত হিংস্র
স্থবির জলাশয় অথবা নর্দমার মত ঘৃনিত
কখনও আবার উচ্ছিষ্টের মত উপেক্ষিত,
ঘাসের ডগায় শিশিরের মত স্বচ্ছ পবিত্র
কখনও লাজুক হরিণীর মত ভীত।
ফসলী জমির মত প্রসবিনী কভূ
কাল বোশেখের তান্ডবের মত ভয়ঙ্কর,
আবার কখনও পতিত জমির মত বন্ধ্যা
জোনাকীর মত নিভে নিভে জ্বলে
অসম ভুমির মত অসফল কভূ ক্লান্ত।
ফাগুনের মত প্রেম পিয়াসিনী
ফুলে ফুলে সুশোভিত মুগ্ধ
রসে ভরপুর টাইটুম্বুর রসিকের মত মিত্র,
অশত্থের মত ছায়াময় কভূ সুশীলের মত শান্ত
জীবন তখনই অতীব আনন্দময়
যখন মসৃণ সরল জীবন্ত।