দেখা হবে

এভাবেই চলতি পথে হবে দেখা
তোমার হাতে অন্য কেউ আমি একা।
চায়ের ফাঁকে,কোন স্টেশনে কথা হয়তো হবে,
ভুলেও কেউ কাউকে বলবো না
অতীতে ছিলাম কতটা আপন।
হয়তো সেদিনোও কেউ কাঁদবো
তবে শর্ত এই যে,সুখে থাকবেনা যে।

নিয়তির কি নিষ্টুরতা
আর মানুষ কতটা সহজ।
যাকে ছাড়া এক মুহুর্ত কাটতো না
সেই রয় না আপন।
পৃথিবীর নিষ্টুর খেলা
তোমারি দান হে বিধাতা
মৃত্যুর পরে দেখবে মানুষ এমন দৃষ্টান্ত।

0.00 avg. rating (0% score) - 0 votes