হাজেরালী থেকে গদখালী
লুইস মন্ডলের হেলিকপ্টার।
সাগরপুর টু বাকরা – এভাবেই
কেটে জেতো আমার দিনগুলা।
কাটাখাল থেকে গঙ্গানন্দপুর
মালেক ড্রাইভারের ভ্যান গাড়ী,
সীমান্তের কাছাকাছি – রেডক্লিফের ক্ষত
বাংলার বুক চিড়ে কাটাতারের বেড়া,
দুই নাম দুই দেশ- হায় আমার স্বদেশ।
ভড়া বষার দিনে গদখালীর বাজারে
শত শত রজনীগঙ্গা আর গোলাপের ক্ষেতে
মুশুলধারে বষণ – এজীবনে হবেকি আর দশণ।
৭১ এ যশোর রোড- গিলস্বাগের কাছে
স্বপ্ন হারানো ঘড় পোড়া কিছু উদবাস্তের হাহাকার
আর আমার কাছে যশোর রোড ?
সদ্য বিশ্ববিদ্যালয় ছেরে আসা এক
তরুন তরুণীর একসাথে পথচলার শ্বপথ
A journey by love- ভালোবাসায় পথ চলা
ঝিকরগাছা –টু- ক্যানবেরা।
১৬/-৭/২০১৪
ক্যানবেরা