বিশ্ব শিশু বন্ধন

বিশ্ব শিশু বন্ধন । শফিক তপন

তোমার আকাশ আলোয় ভরা
আজি আমার ঘরে অন্ধকার,
তোমাদের মমতা ও সহানুভুতি
খুলে দেবে আমাদের বন্ধদ্বার ।

বিশ্ব পরিবারের সদস্য আমারা
বন্ধু যেন একে অপরের চিরকাল,
একই স্রষ্টা একই পৃথিবীতে বাস
লইওনা কেড়ে অপরের জানমাল ।

হত্যা করোনা মেরনা কাউকে
করোনা খালি কভু কারো বুক,
নশ্বর জীবনে মিলেমিশে থাকি
ভাগাভাগি করে নেই সবার দুখ ।

এসন্তান ভবিষ্যৎ জাতি গঠনের
এসো গড়ি নিজেদের মনে করে,
ওরা একদিন তাদের জীবন দিবে
সমাজের অসহায় মানুষের তরে ।

0.00 avg. rating (0% score) - 0 votes