সেই রিং টোন

সেই রিং টোনটা এখন আ-র বাজেনা,
যে টোন হৃদয়কে শিহরিত করত
অবসান হত এক ভালালাগা প্রতীক্ষার,
সেই টোনটা এখন আ-র বাজেনা।

এখন আর ভেসে আসেনা সেই কন্ঠস্বর,
সে স্বর নিয়ে যেত এক অচেনা স্বপ্নরাজ্যে
শত ব্যস্ততায় আমাকে রাখত সতেজ,
সেই স্বর এখন আ-র ভেসে আসেনা।

এখন আর সেই প্রতীক্ষার হয়না শেষ
যে প্রতীক্ষায় লালিত হত স্বপ্নগুলো
অজান্তে ছুয়ে যেত সুখের অনুভুতি,
সেই প্রতীক্ষার পরিশেষ আ-র আসেনা।

কি জানি, কেন স্তব্দ হল সেই স্বর,
আধারে তলিয়ে গেল স্বপ্নরাজ্যে
মলিন হল লালিত স্বপ্নগুলো,
কিছুই এখন আ-র জানিনা।

তবূও নিরাশার ফাঁকে কান পেতে থাকি
খচকিত থাকে এই মন,
কখন আসবে ভেসে সেই চেনা স্বর
বাজবে আবার সেই রিং টোন…।

এমদাদুল হক এমরান

0.00 avg. rating (0% score) - 0 votes