তোমাদের মাঝে যারা বড় হয়ে ডাক্তার হতে চেয়েছে-
হয়ত বেঁচে নেই এতক্ষণ! যারা ইঞ্জিনীয়ার অথবা পাইলট হতে চেয়ে
শুধু একটি সরল শৈশব কাটাতে চেয়েছে-
অথবা যারা বড় হয়ে শুধুই বড় হতে চেয়েছে
যারা শিল্পী হতে চেয়েছে, যারা কবি হতে চেয়েছে এবং যারা
দু’চারটে সহজ স্বপ্ন নিয়ে কিছুই হতে চায়নি, তারা বেঁচে আছে এখনো?
হে আজন্ম যোদ্ধা, তুমিই শিখিয়ে গেলে-
একটি বোমার কাছে আগামীকালের স্বপ্নগুলো বুঝিয়ে দিয়ে
কীভাবে চলে যেতে হয়…
১২ জুলাই, ২০১৪