ফাগুন ফুরায়

ফাগুন ফুরায় । শফিক তপন
—————————–
নীল অম্বরের বেদনা
কাজল মেঘে ঢাকে ,
কলঙ্ক যতই চাঁদের
তারই বুকে রাখে ।

বেদনায় জ্বলে পুড়ে
নিঃশেষ যবে হয় ,
তৃষিত হৃদয়ের তাই
তিলে তিলে ক্ষয় ।

প্রাণের যত ঢেউ
উছলায় মন তীরে ,
আকূল চিত্ত সদা
তারে খুঁজে ফিরে ।

হৃদয় পটে একদিন
ছিল যার ছবি খানি ,
নিভৃতে ভুলে তারে
নিষুপ্তি স্বপ্ন রানী ।

নিকুঞ্জে নিরালায়
ফুলফুটে ঝরে যায় ,
কাঁদে প্রাণ বেদনায়
যবে বসন্ত ফুরায় ।

0.00 avg. rating (0% score) - 0 votes