আকাশে ঐ সাদা কালো মেঘ
কত আরও রঙিন পাখী;
উড়ে বেড়ায় সে দিন রাত
তার খবর কতটা কে বা রাখি ?
মানুষের হৃদয়ে কোণে;
কত স্মৃতি আরও বিস্মৃতি
কত প্রেম কামনা বাসনা
কখনও ভেজায় চোখের পাতি।
কখনো কতই না আত্মার
কেউ শুনে না সে আর্তনাদ;
নীরব যন্ত্রণা হদয়ের
আবদার অনুরোধ প্রতিবাদ।
তেলাপোকা করে ছটফট
ক্লান্তিতে পড়ে রয় নির্লিপ্ত;
তেমনি ঐ পাথর দেয়াল
যেন কিছু জানে না ওরা ঘুমন্ত।
জটাজালে চলে প্রলয় নৃত্য
তবু যেন মুখর এ পৃথিবী;
কেউ কারো রাখে না খবর
যতই হোক বিলাপ অন্তর্ভেদী।