পরিশেষে

এই যে বসে আছি দু’জনা
তুমি আর আমি মুখোমুখী;
কত করি জল্পনা কল্পনা
হয় না শেষ, থাকেই বাকি।

কত এই আনন্দ উচ্ছ্বাস
হৃদয়ের কত মাখামাখি;
তবু কেন যেন দীর্ঘশ্বাস
একটু হাসি আপ্লুতআঁখি।

কত আবদার অনুরোধ
হাতে হাত রেখে কথা বলা;
যেন আজন্ম মমতা বোধ
রবো এমনি সে কত বেলা ?

তোমার আমার কলরব
কিছু হাসি কিছু দঃখ জ্বালা;
একদা থেমে যাবে এসব
থেমে যাবে সব রঙ খেলা।

কত শত মান অভিমান
কত সে চিমটি কাটাকাটি;
কত শত মধু স্বপ্ন গান
নিমেষে সবই হবে মাটি।

রচনা:২০১২

0.00 avg. rating (0% score) - 0 votes