মাটি ও মানুষ

কত বৃক্ষ,ফুল ফল ফলে এ মাটিতে
আমরা মানুষ করি সেই বন উজাড়;
ভরে দিই তার পিঠ কত শত ক্ষতে
তবু নেই উচ্চবাচ্য,মাটি নির্বিকার।

প্রতিদিন শত ঘাত দিচ্ছি তার বুকে
কত কুপিয়ে নিচ্ছি তার দেহাবশেষ;
তবু নিশ্চুপ,কাঁদতে দেখিনি শোকে
দেখিনি ক্রোধ,ঝগড়া গোল,দুঃখ রেশ।

তারই বুকে কোটি কোটি এ ঘর বাড়ি
বুকেতে তার নদ নদী পর্বত মালা;
আমরা মানুষ মিছিমিছি গর্ব করি
মাটিকেই করি যে অবজ্ঞা অবহেলা।

যে করে সকল প্রাণের পুষ্টি সাধন
যার রক্তে জন্মে মোদের রোগ রোধক;
না বুঝি কষ্ট তার,না শুনি সে রোধন
না রই কৃতজ্ঞ,যে এতই সহায়ক।

একটু ক্ষতিতে বদলে মানুষের রং
মাটি মাটির মতন,বড় চুপচাপ
দম্ভ,দর্প,আমাদের বাহাদুরি ঢঙ
মাটি ঐ নত,কেহ করি না পরিতাপ।

চলো আমরা সবাই মাটি হতে শিখি
দুঃখ কষ্টে জর্জরিত যারা ভাগ্যহত
দাঁড়াই পাশে,হিংসা ক্রোধ বশে রাখি
হই সে ঐ মাটি,বিনম্র নত সতত।

0.00 avg. rating (0% score) - 0 votes