পাশে দাঁড়িয়ে বাবা

নীলিমায় সূর্য ডুবতেই জাগো তুমি
আমার হৃদয় কোণে;শুনি সেই গলা;
‘দাঁড়াও,এগিয়ে এসো এই দেখ আমি’
এমন করেই তো শুরু এ পথ চলা।
কত সুখ চোখে যখন ফিরেছি জিতে
হয়েছিল মনে, যেন সে জিত তোমার;
কপালে চুমু এঁটে বুকে নিতে হাসিতে
এখনো স্মৃতিপটে ভাসে তা বার বার।

জীবন আমার হোক সদা স্বর্ণময়
রোদ বৃষ্টি ঝড়ে ফেলেছো গায়ের ঘাম;
তিলে তিলে করে গেলে নিজেকেই ক্ষয়
কিছুই নিলে না, ছেড়ে গেলে ইহধাম।
নিতে পারিনি পদধূলি, করিনি সেবা
তবু মনে হয় পাশেই দাঁড়িয়ে বাবা।

চতুর্দশপদী কবিতা
রচনাকাল:জুন ১৫, ২০১৪
World Father’s Day

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “পাশে দাঁড়িয়ে বাবা

Comments are closed.