এক
(এই ঢাকা শহরে)
কে না জানে কি তীব্র যানজট এই ঢাকা শহরে
আর যাদের আগে পিছে গাড়ী,পতাকাও উড়ে
কি বুঝে তারা যন্ত্রণা জ্বালা
কি কষ্ট পথিকের পথচলা
যতই শীত রোদ,ঝড়বৃষ্টি,ভাবায় না তাদেরে।
দুই
(হতো জোয়ার ভাটা)
জীবন স্রোতে যদি গো হতো সে জোয়ার ভাটা
দুর্বল পথিক আবার সাজিয়ে বুকের পাটা
স্বস্তি পেতো এ দুর্গম পথচলে
শুধরে নিতো জীবন ছলেবলে
কখনো ধরায় যায় না আবার সে পথে হাঁটা।
লিমেরিক ছন্দ:ক ক খ খ ক