প্রত্যহ ভাবি যেমন

কেন তবে পৃথিবীতে হয় না এমন
আমরা সবাই প্রত্যহ ভাবি যেমন;
হবে আমাদের এমন এক হৃদয়
ভাঙ্গবে না কভু রবে তা চির অক্ষয়।

হাসবে সকল মানুষ নির্মল হাসি
কখনও রবে না তা কষ্টেতে মিশি;
সে লক্ষ কোটি যত আছে প্রেম যুগল
যেন আর না মুছে কভু চোখের জল।

যে ফুল ফুটলো এই ধরিত্রী বাগানে
আবার কখনও ঝরবে না গোপনে;
বৃক্ষরাজি যেমন বিলায় ফুল ফল
বিলাব মোরা শুধু প্রেম,নয় গো ছল।

পশুরা কত সুখী, নেই স্বপ্ন বিলাস
রবে উচ্ছ্বাস মানুষে,নয় দীর্ঘশ্বাস;
নয় আর হিংসা দ্বেষ এ হদয় জুড়ে
জন্মেছি মানুষ,রবো মানুষের তরে।

রচনা কাল:২০১২

0.00 avg. rating (0% score) - 0 votes