মা চিরদিনের স্বর্গ

মা চিরদিনের স্বর্গ । শফিক তপন

তোমার জন্য জন্মেছি মাগো
তুমি আমার গর্ব,
তুমিই আমার জীবন মরণ
চির দিনের স্বর্গ ।

আজ ও তুমি জেগে থাকো
মম হৃদয় জুড়ে,
চিত্ত চেতনায় থাকো মিশে
মোর প্রাণের সুরে ।

0.00 avg. rating (0% score) - 0 votes