মনে পড়ে দেশকে

মনে পড়ে দেশকে । শফিক তপন

মনে পড়ে দেশকে মোর সহসা মনে পড়ে
সেই সুখযে আমার হৃদয়ে যায় ঢেউ তুলে,
জন্ম ভূমি যেন জননী আমাদের সকলের
থাকতে পারিনা নিশ্চিন্তে ঐ দেশকে ভুলে ।

মনে পড়ে দেশকে মোর সহসা মনে পড়ে
কত মায়া মমতায় জড়ানো মানুষের মন,
শহরে বন্দরে গ্রামে গঞ্জে মাঠে আর ঘাটে
এই মন যে আমার ছুটে বেড়ায় সর্বক্ষণ ।

মনে পড়ে দেশকে মোর সহসা মনে পড়ে
হাসি কান্না দুঃখ ব্যাথা বোঝা কাধে লয়ে,
অসুস্থ স্বামীর পাশে নিদ্রা হীনা স্ত্রী কাঁদে
দুমুঠো খেয়ে বাঁচে নানা প্রতিকূলতা সয়ে ।

মনে পড়ে দেশকে মোর সহসা মনে পড়ে
আসুক ফিরে সুখ শান্তি সকলের ঘরে ঘরে,
সুখে দুখে মিলে মিশে একে অপরের তরে
সোনালী স্বপ্নে সকলের জীবন উঠুক ভরে ।

0.00 avg. rating (0% score) - 0 votes