একি !দেয় উঁকি ওসব স্মৃতি,হে প্রিয়
এ হৃদয় যেন এক বালুচর
কাটিয়েছি সেখানে কত প্রহর;
হয়েছে কখনো কত প্রেমকথা
আমি তুমি ভাগ করেছিনু ব্যথা
চোখে সদাই ভাসে ঐ দৃশ্য প্রেমময়।
মনে পড়ে সবি এ বেলা,যায় না ভুলা
সুরের মূর্ছনা নিয়ত যে শুনি
আজও কানে বাজে যেন ধ্বনি;
নিরন্তর ভাসে সুরেলা কন্ঠ ঐ
তেমন বিদগ্ধ সঙ্গীত আর কৈ
স্মৃতি রোমন্থনে বাড়েই অন্তর জ্বালা।
হলেই একা,পাই দেখা হৃদয় কোণে
সে সুখ স্পর্শ হয় যে অনুভব
হৃদয়ে নেই কিছুই শূন্য সব;
তবু রক্তক্ষরণ করে যে ক্ষত
মনে হয় সেসব আজি বিস্মৃত
ছিন্ন ভিন্ন,তবু দেয় পীড়া ক্ষণে ক্ষণে।
রচনা কাল:২০১০