আমার প্রিয় গ্রামে । শফিক তপন
————————————
সোনার বাংলা মায়ের কোলেতে
এমনই একটি গ্রাম আছে ভাই,
জন্মেছি আমি সেথায় ধীরাশ্রমে
সে গাঁয়ের তুলনা কোথাও নাই ।
সুজলা-সুফলা ও শস্য শ্যামলা
মায়ের মত মোর গাঁয়ের দেশ,
মাঠ-ঘাট খাল-বিল ধানে-পাটে
রূপের বাহার নেই তার শেষ ।
মোরগের ডাকে ঘুম যে ভাঙ্গে
কৃষাণ গরু লয় মাঠের ওপারে,
নগ্ন পায়ে কৃষাণী ছুটে সেথায়
পান্তাভাত বসে খাওয়ায় তারে ।
একপাশে রেল অন্য ধারে খাল
পলাশ আর শিমুল যেথায় ফুটে,
ঘুড়ি উড়াতে কিংবা মাছ ধরতে
ছেলে মেয়েরা দল বেঁধে ছুটে ।
গ্রাম্য মেলায় যেতে মেঠো পথে
বালক আর বালিকার নামে ঢল,
চুড়ি ফিতা আলতা কিনে ফিরে
রুম ঝুম বাজিয়ে পায়ের মল ।
শান্ত রজনী নিভায় ক্লান্তি সবার
ভোরে আবারও ছুটা ছুটির ধুম,
ছায়া ঘেরা মায়া ভরা সে গ্রামে
মোর দাদা দাদীর নিশ্চিন্ত ঘুম ।