নন্দিনী বৈশাখ ক্যানবেরায় । শফিক তপন
শুভ নববর্ষ প্রত্যুৎপন্ন পুরাতন বছর হল উচ্ছন্ন
চঞ্চল চপলা বৈশাখীর আমেজে চারিদিক ধন্য,
বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন ক্যানবেরার
আন্তরিক উদ্যোগ একটি বৈশাখী মেলার জন্য ।
১৪২১ এর বৈশাখের আগমন জন মনে জাগরন
আয়জিত হয় ভর দুপুরে চৈত্রের শেষ শনিবার,
গানে আর সুরে নৃত্তের তালে প্রাণের মায়াজালে
ক্যানবেরার পালমেরস্টোনে শুনি জয়ধ্বনি তার ।
মোরা নববর্ষ উদযাপনে তৎপর উল্লাসিত মনে
সোনার বাংলার প্রথম মাস বৈশাখ আসন্ন যখন,
ছুটে যাই দল বেঁধে ভাইবোন মিলি কাঁধে কাঁধে
বৈশাখী অনুষ্ঠান ও মেলার আয়োজন হয় তখন ।
মনে রয়েছে সম্প্রীতি ধ্যানে বাংলাদেশের স্মৃতি
নব প্রজন্মের কচি মন উছলায় বৈশাখী নেশায়,
খোঁজে স্বদেশীয় পরিবেশ লুটে মহানন্দের রেশ
তাদের দৌড়া দৌড়ী ও প্রানবন্ত মেলা মেশায় ।
মুগ্ধকর পরিবেশ কি মিষ্টি যেন মহিমাময় সৃষ্টি
ছোট বড় সকলের বাংলাদেশী এক মিলন মেলা,
বড়ররা গল্প গুজবে যখন ছোটরা হট্টগোলে তখন
হেসে-খেলে নেচে-গেয়ে কাটায় যে যার বেলা ।
সর্বত্র লেগেছে রঙ আকাশে বাতাসে বৈশাখী ঢং
দেখো এলোরে ধীরে নন্দিনী বৈশাখ এলো ফিরে,
কোলাহল মুখরিত জন জীবনে এই মধুর লগনে
বিশাল অস্ট্রেলিয়ার মহারানী ক্যানবেরাকে ঘিরে ।