লিমেরিক গুচ্ছ ০২

এক
(প্রকৃতি নয় অবোধ)

প্রকৃতি নয় অবোধ নির্বাক,করেই যাচ্ছে প্রতিবাদ
নিয়ত দাবদাহ,জলের নিন্মগতি,হবে কি আবাদ ?
করছি বন সাফ,ভরছি জলাশয়
নিচ্ছি কেড়ে বোবা পশুপাখীর আশ্রয়
বিষাক্ত বাতাসেই শ্বাস,পাব কি আর জীবনের স্বাদ ?

দুই
(এই তো জনতা)

গুম,খুন,রাহাজানি শুধু,নেই আজ কারো নিরাপত্তা
নেতারা সবি যেন কিসে ব্যস্ত,পালন করে নীরবতা;
আগে পিছে তাদের কত গাড়ী
আবাসের জন্যে সুরম্য বাড়ী
কেউ না আগে,না পিছে,নেই বজ্র মুঠি,এই তো জনতা।

ছন্দ:ক ক,খ খ,ক

0.00 avg. rating (0% score) - 0 votes