মা’র স্মৃতিকথা

বহুবার ভেবেছি লিখবো কবিতা
মা’গো,তোমায় নিয়ে;
কোথায় পারি ? পাই না শব্দ কথা
অশ্রু পড়ে গণ্ড বেয়ে।

এতো স্নেহ ভালোবাসা আদর মায়া
এতো আপন জীবনে;
কে দিতে পারে তবে নিরাপদ ছায়া
মা ছাড়া এই ভুবনে।

কতো অবহেলা,কষ্ট পেয়েছ তুমি
তবুও সে মুখখানি;
না মলিন,আমায় দিতে তবে চুমি
নিতে গো আঁচলে টানি।

কালের স্রোত কিভাবে পেরিয়ে গেলো
তুমি যে হারিয়ে গেলে;
লিখা এ কাব্য কে বলবে কেমন হলো
হাসিতে চুমু খাবে গালে ?

রচনা কাল: মে ৯,২০১৪

0.00 avg. rating (0% score) - 0 votes