দৃষ্টিতে ফুটে ফুল । শফিক তপন
অপূর্ব সৃষ্টিতে অনবদ্ধ দৃষ্টিতে
তাকিয়ে যদি ফুটায় কেহ ফুল,
আপাত দৃষ্টে হয়ত কারো চোখে
ঠিক নয় তাহা যেন মহা ভুল ।
দৃষ্টিতে সাধারন চিন্তনে অকারণ
নির্বিচারে অযাচিত মন্তব্যে মত্ত,
ডাক্তার বা মনোবিজ্ঞানী ছাড়া
বুঝা অসাধ্য দেহ কিংবা মনত্বত্ত ।