আমার মাঝেই সাঙ্গ হবে, তোমার জীবন সংসার।
তীব্র আলোয় কাটবে তোমার কালো অহংকার।
আস্তে আস্তে খসছে তোমার রঙ্গিন মুখোশখানি।
একদিন উন্মোচিত হবে এক বিভৎস দ্বিচারিনী।
স্তব্ধ আজি, নিপূন তোমার অভিনয়শৈলী।
প্রেমের এ নাট্যমঞ্চে, তুমি কেবলই ছলনাময়ী।
তোমার কাছে নস্যি, সেতো দেবী আফ্রোদিতি!
ভালোবাসার সুড়ঙ্গে গমন, তোমার নিরবধি।
হেফাস্টাসের জালের নেটে, আফ্রোদিতিও বন্দী।
ভালবাসার কূটিল জালে, তোমার অবিশ্বাসের সন্ধি।
স্বর্গের অপ্সরী রূপে তুমি সাক্ষাত নরকের আগুন।
বহুরূপী ভালবাসায় উড়িয়েছ, কতো যে প্রেমের ফাগুন।
ঘুমবতী কন্যা, তোমার আগুন নিয়ে খেলা,
চন্দনের আগুন নয় যে, রাঙাবে জীবনবেলা।
যে অগ্নি স্ফুলিঙ্গ তুমি জ্বালিয়েছ বুকের ভিতর,
তীব্র দাবদাহে জ্বলবে, তোমারও যে সতর।
অভিশপ্ত কালনাগিনীর বিষাক্ত সেই ছোবল,
অবিশ্বস্ততার সমার্থক, ঘুমবতী কন্যাই কেবল।