ভাগ্যের চাকায় মানুষ

ভাগ্যের চাকায় মানুষ হয় যে পিষ্ট
কারো বাস চিরদিন সে বৃক্ষ তলায়;
ক্ষুধা নিবারণে গচ্ছিত শুধু উচ্ছিষ্ট
কারো বাস বরাদ্দ ঐ সে পাঁচ তলায়।

সবাই ব্যস্ত,লভে সাধের সিংহাসন
না অনুভবে হাভাতে পেটের জ্বালা;
জনতা করেনি মুক্তি স্বাদ আস্বাদন
দেখেছে তবে ধ্বংসযজ্ঞ মৃত্যুখেলা।

অভুক্ত শিশু ও অনাহারি বিবস্ত্র মা
কর্মহীন পিতা,নেই কারো নিরাপত্তা;
সন্ত্রাস,লুটপাট,মৃত্যুর এ মহড়া
আঁখি শিশিরে মাখানো,দেখেছে জনতা।

বক্তৃতা আর আশ্বাসে ভর্ত্তি ডাষ্টবিন
আহাজারি ও চিৎকারে আকাশ ফাটে;
আশার আলো ধীরে ধীরে হচ্ছে যে লীন
জানি না ছড়াবে প্রভাত কবে এ মাঠে !

0.00 avg. rating (0% score) - 0 votes