ধরিত্রী এর নাম

সংবাদের পাতা করে না ঝল ঝল
কাড়ে না দৃষ্টি,যতক্ষণ না রক্ত ঝরে;
কারো আঁখি যতই করুক ছল ছল
কাগজে টিভিতে তার ছায়া নাহি পড়ে।
শুনে না কেউ দলিত মানুষের কান্না
মত্ত সবাই,করে পাশবিক উল্লাস;
বুঝেও বুঝে না মানুষেরই বেদনা
দৃষ্টি কাড়ে শেষে, এ শ্বাস যখন লাশ।

স্বপ্ন যাদের পেতে সে রাশি রাশি অর্থ
দীনের প্রতি যাদের ঘৃণা উপহাস;
দৃষ্টি ওদের তেপান্তরের তারা নৃত্য
মানুষের কষ্টে নয় কখনো হতাশ।
বিচিত্রতায় পূর্ণ,ধরিত্রী এর নাম
মানুষই শ্রেষ্ঠ,তবু এতো বদনাম ?

চতুর্দশপদী কবিতা

0.00 avg. rating (0% score) - 0 votes