অণুকাব্য এক ঝাঁক ২৪

এক
গন্তব্য নেই তবু মানুষের মন
উচ্ছ্বাস উজ্জ্বলতায় ভরা;
কারো নেই জানা এ শ্বাস কতক্ষণ
এরই নাম অদ্ভুত ধরা।

দুই
মাথার উপরে যে আকাশ
উড়ে বেড়ায় অভ্র আর পাখি;
জলের নীচেও ঐ আকাশ
বেড়ায় মৎস্য আরো কত কি।

তিন
গ্যাসের বেলুন উড়ে গেলে
খোকাখুকীরা আনন্দে মেতে উঠে;
বিয়োগেও যে আনন্দ মেলে
কথাটি আগে জানতাম না মোটে।

চার
যেন আমাদের চারিপাশে
সে ঐ জলরাশি বিশাল;
জীবন নৌকা তাতেই ভাসে
চালাও বৈঠা উঠাও পাল।

পাঁচ
যখন দেখি আকাশে উড়ছে ঘুড়ি
হৃদয় বলে, আমিও যদি যেতাম উড়ি;
যারা গরীব নেই ভাত, টাকা কড়ি
বলে, যাচ্ছিস তোরাও আমাদের ছাড়ি।

0.00 avg. rating (0% score) - 0 votes