নববর্ষে শুরু,এ কি দারুণ উত্তাপ
ইলিশের দামও এবার উর্ধ্বগতি
বৈশাখী গন্ধে ইলিশের কত দুর্গতি
বছরের শুরুতেই হতাশার ছাপ।
বাঙালির ঐতিহ্য প্রাণের উৎসবে
সবে উঠেছে মেতে,খাবে পান্তা ইলিশ
সাম্য অহিংসার মন্ত্রও পড়ে ফিস্ ফিস্
সারাটি বছর রবে এমনি কলরবে।
কেনাকাটা সাজগোজের পড়েছে ধুম
স্বপ্নরসে ভরপুর মনন,অস্তিত্ব
মানুষ যেন দেখায় বড়ই উদীপ্ত
দীনের শুধু শ্বাস,না বৈশাখ না ঘুম।
মেলাতে ব্যস্ত বড়ই গোটা দেশ জাতি
নিঃস্ব গরীবেরা কি করুণ তাকায়
তাদেরও আহ্লাদ থাকে, বড্ড ভাবায়
জীবন যুদ্ধে যাদের,ফাটে শুধু ছাতি।
তাই বুঝি বৈশাখী ঝড় বেজায় ক্ষিপ্ত
স্ফূর্তি আয়াস ভেঙ্গেচুরে বাঁধায় গোল
হয়ে যায় ক্রোধে মানুষ খেকো শার্দুল
আকাশ বাতাসও হয় অতি উত্তপ্ত।
এসো গাই বৈশাখী গীত মন মন্দিরে
করি প্রার্থনা,সকলের সুখী জীবন
থাকি মিলেমিশে হাসি খুশী সারাক্ষণ
সারা বছর থাকি ডুবে প্রেম সাগরে।
রচনা : ১লা বৈশাখ, ১৪২১