অভিমান

আমি যদি ভাল থাকি
তোমার তাতে কি?
আমার মাঝে তোমার কোন
ছায়া পড়ে নি।

তুমি এখন অন্যরকম
রং বদলে চলো।
রংহীন এই আমার জীবন
অনেক এলোমেলো।।
১৬।০৪।২০১৪

0.00 avg. rating (0% score) - 0 votes