এক
ফিরে না কখনো এ সময়
রক্তে আর জমে না বারুদ;
সময়ে হয় সবই ক্ষয়
এ তো নিয়তির প্রতিশোধ।
দুই
কাজে কর্মে পশুর অধম
তবু মানুষ মোরা;
পশুর মত ধরম করম
তবু সৃষ্টির সেরা।
তিন
কর যদি মঙ্গল মানুষের
ভালোবাসতে নেই আপত্তি;
কর্ম যদি হয় ঐ পশুদের
নিও ঘৃণা, নয় প্রেম প্রীতি ?
চার
কেহ যদি করে জিজ্ঞেস
কে অতি ভালোবাসে তোমায় ?
এতে কি ভাবার বিশেষ
সে বাবা মা এ বসুন্ধরায়।
পাঁচ
নেতা নেয় ভোট হয় সেবক
করেও অঙ্গিকার কতো শতো;
জনতাই খায় শেষে ধমক
কাজ করে না আর থুথু জুতো।