বহুদিন পরে

বহুদিন পরে এসেছি দেশে
ভেবেছিলাম কাটবে দিন আনন্দে ভেসে;
কিন্তু হায়! অদ্ভুত দৃশ্য পট
অসহ্য গরম আর সে কি তীব্র যানজট।

যেন সমুদ্রের ঢেউ সর্বক্ষণ
কখনো শান্ত,কখনো ক্ষিপ্র,করছে গর্জন;
রাজপথে নেই বাকী এক তিল
যেন এ যান সমুদ্র,মানুষের কিলবিল।

দেখেছি পথিকের কি দুর্ভোগ
ঘর্মাক্ত দেহে মানুষের শুধু চিন্তিত মুখ;
বহু গাড়ি শীতাতপ নিয়ন্ত্রিত
বাহ্ব কি সে হাসিময় মুখ,আছে যে বিত্ত।

এতই শব্দ দূষণ দিন রাত
দেখেছি গরীবের কাকুতি,সে ভিক্ষার হাত;
কত নারী,শিশু, বিকলাঙ্গ,বৃদ্ধ
কিছুই মেলে না মুখখানি দেখি বড্ড ক্ষুব্ধ।

ঐ বহুতল সুরম্য অট্টালিকা
দাঁত বের করে হাসছে,প্রকাশে অহমিকা;
গর্বিত,দেখায় তাদের রূপ
পাশেই দীনের ঝোপের করে যেন বিদ্রূপ।

নির্মল বায়ু নেই,ধোঁয়া সর্বত্র
আবর্জনা বিষ্ঠা ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র;
মানুষ ছুটছে স্বপ্নপথ ধরে
অজানা ঠিকানার খোঁজে,যেন তা বহুদূরে।

রচনা:এপ্রিল ৩, ২০১৪

0.00 avg. rating (0% score) - 0 votes