বৈশাখী ভোর । শফিক তপন
———————————————–
বৈশাখ তুমি গ্রীষ্মের কোলে নব দিবসের সোনালী প্রভাত,
সমভাবে সকলের আমন্ত্রিত ছোট বড় নাহি কোন জাত ।
তুমি মোদের বাংলা মায়ের অঙ্গে ধারণ সোনার অলঙ্কার,
তুমি মোদের নতুন দিনের উদয় কেতন দীপ্ত অহংকার ।
তুমি এলে উৎসবে মাতোয়ারা নব উচ্ছলতায় হয় রঙিন ।
তোমার ছোঁয়ায় জন জীবনে হেসে খেলে গেয়ে যায় দিন,
তোমার প্রত্যাবর্তন প্রণোদিত গ্রাম কিংবা শহরের মেলায়,
লাল পেড়ে সাদা শাড়ীতে বৌছি কিংবা গোল্লাছুট খেলায় ।
তোমার আবির্ভাব সংবাহিত লাঙল কাঁধে বা বাঁশী হাতে,
লুঙী ধূতি কিংবা পাঞ্জাবীতে গোধূলি বেলায় কিংবা প্রাতে ।
রাতের শেষে দিবস জাগে নতুন ঊষায় তুমি এলে ফিরে,
দেশে এবং বিদেশে মোরা গাহি তোমার গান উচ্চ শীরে ।
নব প্রজন্ম হয়তো জন্ম থেকে জন্মান্তরে তোমাকে পাবে,
দীপ্ত চেতনায় বরণ করে সারাটি জীবনযে এগিয়ে যাবে ।
সকলে ভিতরে উঠি জেগে সন্তর্পণে তোমায় স্মরণ করে,
মনে ও প্রাণে অচেতন চিতে সুখের আলোয় যায় ভরে ।
লক্ষ কোটি বাঙ্গালীর সকল কষ্টের ভার সদা যাও বয়ে,
সুখ শান্তি স্বপ্ন দিয়ে সদা গ্লানি যত আমাদের যাও লয়ে ।
আকাশ ভরা বৈশাখী মেঘে ধরণী সেজেছে সেই সাজে,
স্বদেশের প্রেম মনের বীণায় হরষে বাজেরে আজি বাজে ।
নতুন নতুন সাজ বর্ষ বরণের চারিদিকে কতশত হৈ চৈ,
নতুন ভোরে নতুন দেশ মোরা নতুন আশায় জেগে রই ।
ঘুচবে দুঃখ ভরবে সুখে খুলবে সকলের যত রুদ্ধ দোর,
বাঁচাবে মান আর রাঙাবে প্রাণ নববর্ষের বৈশাখী ভোর ।