অস্ট্রেলিয়া / আশীষ বাবলু
বৃষ্টি নেই আকাশেতে কালো মেঘ
মেঘ নয় বুশ ফায়ার থেকে ফুঁসে ওঠা ধোঁয়া
এখানে পাখির ঝাকে কাক থেকে কাকাতুয়া বেশী
চুলের জগতে যার নাম ডাক তিনি স্বর্নকেশী।
এখানে রাস্তা আছে ফুটপাত কম
গাড়ী আছে কে হাটবে ? যদি বেঁধে পায়ে কাঁটালতা
বোট চলে হাড়বারে পাল নেই বৈঠা নেই তবু কাঁপে হিয়া
এখানে ডলার মেলে এ আমার প্রিয় অস্ট্রেলিয়া।
এখানে জন্মিনি ঠিকই, তবু ছোটো ভাবিনা কখনো
লকারে স্বযত্নে আছে কেঙ্গারুর ছাপ মারা কারেন্ট পাসপোর্ট
বাড়ী আছে গাড়ী আছে টিভি আছে পাতলা প্লাজমা
এয়ার কুলার আছে, ডিভিডি প্লেয়ার আছে, আর আছে পঞ্চাশটা জামা।
সকালে অপিসে যাই সন্ধ্যা বা রাত্রিতে ফিরি
শনিবারও মাঝে মধ্যে কাজে যেতে হয়
ইনভেস্টমেন্ট প্রপারটিটা প্রায়োরিটি, অতিরিক্ত আয় প্রয়োজন
ব্যাঙ্কের পাসবুকে টাকর অঙ্ক দেখে স্বামি-স্ত্রীর ভরে যায় মন।
স্ত্রীও চাকুরি করে, ডবল ইনকাম বলে কথা
স্কার্ট প্যান্ট ভেরি স্মার্ট কে বলবে বরিশালে বাড়ী
গোলাপী নোখেতে টিপে কি-বোর্ড, দোল খায় অপিস চেয়ারে
ছেলে মেয়ে দুইখান কোক খেয়ে বড় হচ্ছে চাইল্ড কেয়ারে।
এইভাবে দিন যাবে জানি, বয়স হবে বাইপাসও হবে হাসপাতালে
ফাদার্স মাদার্সডেতে সন্তানেরা মেলবোর্ন থেকে আসবে
একগুচ্ছ টিউলিপ নিয়া।
এখানে ফুলও মেলে, বড় সুখ, এ আমার প্রিয় অস্ট্রেলিয়া।