পরকীয়া / আশীষ বাবলু

পরকীয়া

আশীষ বাবলু

 

আমার বলার ইচ্ছা ছিল – হারামজাদা

কোথাকার । কিন্তু টেলিফোনে গলা নামিয়ে

ভদ্রতাবসত বললাম – চারুলতা

দেখা হয়ে গেছে, সিডিটা ফেরত দিতে

আসবো কি ?

তোমার থলথলে স্বামীটি খিলখিল

করে হেসে বললো – আমার আছে

আপনি ওটা রেখে দিন ।

 

আমি চিৎকার করে বলতে চাইছিলাম

ওরে ডাকাত, তোর আসলে কিছুই ছিল না

তোর সমস্ত সংসার জুড়ে অবৈধ সম্ভার ।

নিজেকে সংযত করে বললাম – আমার যে

দেখা হয়ে গেছে।  উত্তরে অভদ্রের মত

লোকটা বললো – আরেকবার দেখুন ।

 

ওরে অন্ধ তুই আমাকে কি দেখাবি !

তোমার সাথে প্রথম দেখার গল্পটা

মনে হচ্ছিল আদ্যপান্ত গর্দভটাকে

বলে দেই।  বলে দেই তোমার বুকে

মাথা রেখে জোৎস্না দেখার কথা ।

তোমার শাড়ি দিয়ে আমার চশমার

কাঁচ পরিস্কারের ঘটনাটা বললে

আমি জানি ঐ প্রান্তে জন্‌তুটা

গোঁ গোঁ শব্দ করে টেলিফোন রেখে দিত।

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes