লাউ গাছ
——————————————-
ঘরের পিছনে সাধের লাউ গাছটি লাগিয়েছি যে অনেক যতন করে,
ডগায় ডগায় তাযে উঠেছে বেড়ে লাউ ধরেছে আজ গাছটি ভরে ।
নিজের ফলানো কচি লাউ দেখে প্রাণেযে আজ অনেক খুশী লাগে,
গ্রামের সেইসব লাউ টালের কথা ক্ষণে ক্ষণে মনের মাঝে জাগে ।
লাউয়ের গায়ে দেখি চিমটি দিয়ে লাউটি সত্যি কচি কিংবা বুড়ি,
হাটের লাউ খায় যত শত চিমটি কচি লাউয়ের জানি নেই জুড়ি ।
লাউয়ের সাদা ফুল পাতা লতা দেখতে লাগে সত্যি অনেক ভালো,
চিংড়ী দিয়ে লাউ শাকের ঝোলে এ জগতে কারনা প্রাণ জুড়ালো ।