তোমায় খুঁজি স্বাধীনতায়
————————————
আজও আমি তোমায় খুঁজেখুঁজে বেড়াই শুধু ফিরে ফিরে,
মাঠে প্রান্তরে ধূসর বাদাড়ে শান্ত নদীর এই নীরব তীরে ।
বিভীষিকার এক পাপ রাজ্য সেদিন বাংলাদেশে নেমেছিল,
শোষণের বিরুদ্ধে মুক্তির যুদ্ধ সর্বস্ব তোমার কেড়ে নিল ।
ক্যাম্পে তুলে দিল তোমাকে কোন এক রাজাকার কেহ,
তাদের হাতে হলেযে লাঞ্ছিত রক্তাক্ত বিক্ষত বিবস্র দেহ ।
তিলেতিলে নিঃশেষ হয়েযে সইলে যত মৃত্যু সম গঞ্জনা,
শত্রুর হাতে ধর্ষিতা হয়ে ওগো তুমি হলে এক বীরাঙ্গনা ।
অটবীর স্নিগ্ধ শ্যামল ছায়ে তোমার স্মৃতিগুলি খুঁজে পায়,
রোদেলা দুপুরে পাতার মর্মরে মন আমার হারিয়ে যায় ।
প্রিয়া ওগো ফিরে এসো দেখো হানাদারদের চির বিদায়,
আজও আমি তোমায় খুঁজে ফিরি এ বাংলার স্বাধীনতায় ।