তুমি আমাতে

তুমি আমাতে
————————–
স্বাধীনতা দিয়েছে সকলেরে এ মহা মুক্তি
হলযে অন্যায়ের নির্বাসন অশুভের বন্দী,
সম্প্রীতির এই বন্ধনে একত্রে শুভ মিলনে
রচে তোমার আমার বাঁচিবার এক সন্ধি ।

জীবনের টানে সুর তুলতে মুক্তির গানে
একাগ্র চিত্তে সবাই আবারও ধরবে হাল,
ভয় নয় আর নয়যে কোন পালিয়ে বাঁচা
চির অশুভ শক্তিকে করেদেবে বেসামাল ।

ওগো বন্ধু মোর হে প্রিয় প্রতিবেশী জন
নীরবতা নহে যে কাম্য জাগাও তব মন,
করো হে রক্ষা চিরায়ত মানবতার ধন
মানবোচিত মিলনেরই এইতো মহাক্ষন ।

কোন সেযে ধর্ম ভেবনা কোন সে বর্ণ
মানবতার ধর্মই সবচেয়ে বড় ও দামী,
মানব-কল্যাণেতেই যাচে মানব আজীবন
একই সৃষ্টিকর্তা সকলের একই অন্তর্যামী ।

এই জীবন তোমার এই জীবন আমারও
সুদৃঢ় এক প্রত্যয়ে তাহাকে গড়তে হবে,
স্বাধীনতা জীবনানন্দে বাঁচবে তত দিন
যতদিন শুধু তুমি আমার মাঝে রবে ।

0.00 avg. rating (0% score) - 0 votes