একদিন এক বিকেল বেলা, হাঁটছিলাম রাস্তা ধরে
লক্ষ্য ছিল কেনাকাটা যাব একটু শপিং এ।
আধুনিক এই দুনিয়াদারী, তারই সাথে তাল মিলিয়ে
প্যান্ট, শার্ট আর সানগ্লাসে বদলে নেব নিজেরে।
শার্ট নিলাম, জিন্স নিলাম আরও নিলাম হাই হিল
রাখব এবার নিজেরে আমি বিদেশিনীদের সাথে মিল।
পার্লারে গিয়ে এবার বদলে নিলাম হ্যায়ার স্টাইল,
আয়নায় দেখে নিজেরে বলি বাহবা কি প্রোফাইল!
আড্ডা দেব, পার্টি দেব, নাচবো নাইট ক্লাবে;
বদলে নেব নিজেরে আমি ভিনদেশীদের আদলে।
হই হই রই রই কান্ডে মাতাবো এবার দুনিয়াজোড়া
বলবে সবাই যাচ্ছে দেখ স্মার্ট ম্যাম আপুটা।
বদলে নেব নিজের স্ট্যাটাস আমিও বা কম কিসে,
সাদা চামড়ার ম্যামরাও বলবে ওয়েল ডান ওয়েল ডান হেসে হেসে।
ওয়েস্টার্ন কালচার ইংলিশ এ লেকচার দিতে পারি আমিও
তুমি কে? ব্যাকডেটেড, আই হ্যাভ নো টাইম ফর ইউ।
আই অ্যাম নাও ওয়েস্টার্ন পুরো দমে সাহেবি,
জিন্স আর শার্ট এ ঢেকে গেছে গেঁয়োমি।
কিন্তু হঠাৎ একদিন দেখি,একটি অবয়ব ধীর পায়ে এগোচ্ছে
এত সুন্দর, এত মাধুর্য, এত রূপ যেন বেয়ে পরছে।
এ কি? এ যে মা, পরনে তার নীল রঙা শাড়ি
আঁচলে যার মমতা ছড়ানো গায়েতে রূপ বাহারি।
মুহূর্তেই কি যেন বিদ্যুতের ছটায় শিহরিত হয়ে গেলাম
এত সুন্দর হয় নারী মা তোমায় না দেখিলে হয়ত না বুঝিতাম।
কি তীব্র অনুশোচনার বিষমাখা তীর এসে বিঁধল বুকে,
তোমায় এহেন আঁখি ভোলানো রূপে কভু দেখিনিতো আগে।
তখনই আমার ভেতরকার আমারে যেন আমি খুঁজে পেলাম
এত সুন্দর এক নারীর নাড়ীর টানে কি করে হই আমি ম্যাম।