বছরের তৃতীয় মাসে প্রজন্ম চত্বরে আমি
দাঁড়িয়ে আছি হাজারো জনতার মাঝে।
দৃঢ়প্রতিজ্ঞ আমি;এসেছি বিচার পেতে
তাই হাসতে হাসতে কাঁদিনা যেন শেষে।
শিয়াল,কুকুর,শকুনের ফেলে রাখা কঙ্কাল
মা-বোনদের আর্তনাদের স্মৃতি চোখে যদি ভাসে।
দৃঢপ্রতিঙ্গ আমি; এসেছি বিচার পেতে
৭ই মার্চ ভাষণের ডাকে,
আমি এসেছি সাড়া দিতে।
২৫ই মার্চ নরঘাতক পাক সেনাদের
পথ দেখানো রাজাকারদের ফাঁসি নিতে ।
স্বান্তনা নয় এবার বলবো তাদের
ঘুমাও তোমরা মুক্তি সেনারা ভুল আর নয় ,
ফাঁসির দড়ি নিয়ে এসেছি প্রজন্ম চত্বরে
তাদের ফাঁসি দিতে।
কবর থেকে শুনতে কি পাও ফাঁসির খবর !
জানি হাসতে হাসতে খুশিতে কাঁদছো,
করছো আবার মার্চ মাসটাকে স্বরণ।
দৃঢপ্রতিঙ্গ আমি; এসেছি বিচার পেতে
শুনতে চাইনা কান্না আর ঘুমাও এখন সুখে ।