ভালোবাসি কবিতা এবং তোমাকে

ভালোবাসি কবিতা এবং তোমাকে

শব্দের সিড়ি বেয়ে হাত রাখি কবিতার শরীরে

যেমন স্বপনে হাত রাখি তোমার কপোলে,

চিবুকে, চুম্বন একেদেই

তপ্ত তোমার দুটি রক্তাভ ঠোটে।

 

ভালোবাসার উস্ন সানিধৌ তোমায় খুজি

শব্দের বিত্তৃন্ন কারাগারে চি্কার করে বলি

কবিতা – তোমায় ভালোবাসি,

এবং ভালোবাসি তোমাকে।

 

বিবস্র রমনীর রমনীয় দেহ যেমন

মাতাল করে বিকৃত যৌবনকে

নেশাসিক্ত হৃদয় তেমনী তোমাকে ভালোবেসে।

ভালোবাসি ঘাসফুল নদী ঘেরা বাংলাকে

ভালোবাসি ফুলকুড়ি ফোটা কবিতাকে

শ্রাবনের রাত জাগা পাখির  চিতকার

এবং অপ্রকাশিত অনেক অঙ্গত্ত বেদনাক

অবশেষে ভালোবাসি নগ্নিকা তোমাকে।

 

রচনাকালঃ  9/9/1988

মুনশিগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes