বন্ধু আমার জান

বন্ধু আমার জান । শফিক তপন
———————————–
বন্ধু তোমায় ভালোবেসে দিলাম আমার এপ্রাণ,
তুমি আমার মনের মানুষ তুমিই আমার জান ।
বন্ধু তোমায় ভালবেসে দিলাম আমার এপ্রাণ,
তুমি আমার পরাণ পাখী প্রিয় সোনার চান ।

মনের বনে ফুটেযে ফুল তোমারই রুপ ধরে,
সেই সুবাসে মাতালযে হই হৃদয় আমার ভরে ।
পরাণ আমার কেঁদে মোরে তুমি থাকলে দূরে,
মনবীণার তাঁর ছিড়ে যায় তাল থাকেনা সুরে ।

বুকটা আমার ফেটে যায় তোমার আঁখি জলে,
হৃদয় পুড়ে কয়লা যে হয় বেথার দাবা নলে ।
হিয়ার মাঝে লুকিয়ে রেখে পুষি যতন করে,
মনের রঙে রাঙাই তোমায় সারা জনম ধরে ।

0.00 avg. rating (0% score) - 0 votes