আবারও এসেছে ফাগুন ফিরে
সকল জীবনে কত রঙ লয়ে;
দিতে উপহার এ ধরিত্রী বলয়ে
শুষ্কতা ঝেড়ে সজীবতায় ভরে।
আবারও এসেছে ফাগুন ফিরে
ঐ কৃষ্ণচূড়া পলাশ আর শিমুল;
রাঙিয়ে পৃথিবী শোভিত অতুল
ফুলডালায় সাজাতে যত্ন করে।
আবারও এসেছে ফাগুন ফিরে
ডালে ডালে কলরব কলতানে;
কোকিল পাখিদের মধুর গানে
মুকুল সুবাস দিতে,ধরা ভরে।
আবারও এসেছে ফাগুন ফিরে
আকাশে বাতাসে শুধু প্রেম দোলা;
সর্বত্র প্রেম ভালোবাসার খেলা
যাতনা সবার গেছে বহু দূরে।
আবারও এসেছে ফাগুন ফিরে
বৃক্ষেরা পেলো যে সবুজ পল্লব;
সকল প্রাণে বিরাজে হর্ষরব
প্রেম মাদকতা দেখি মধুকরে।
আবারও এসেছে ফাগুন ফিরে
রং ছড়িয়ে যেমন বনে বনে
ছড়িয়ে সুগন্ধ পৃথিবী প্রাঙ্গণে
এলো ফাগুন সবার ঘরে ঘরে।