কবি তোমার এত আশ্চর্য ক্ষমতা
ভিতর বাহির সবটুকু দেখিতে পারো,
সর্বত্র তোমার নিত্য সুদক্ষ বিচরণ
শৈল্পিক টুকু লিখো মন্দ টুকু ছাড়ো ।
অদৃশ্য সব কিছু দেখার অভিপ্রায়ে
কবি তোমার অদ্ভুত এক অন্তর দৃষ্টি,
তোমার চিত্ত-চেতনে ক্ষুরধার লিখনে
নর-নারীর চির প্রেম-মহিমার সৃষ্টি ।
হে কবি তুমি কাহার পানে চাহিয়া
কাহাকে ভাবিয়া কাব্য লিখিয়া দিলে,
মহা-অমূল্য সম্পদে ভরিল তাহাঁদের
কাহারও কাছে কিছুইতো নাহি নিলে ।
কবি তোমার প্রাণ জাগানো আহ্বান
চির সঞ্জীবনী যেন জীবনের তরে,
কাব্য যত কথা জুড়ায় তত বেথা
কবি তুমিই পারো দিতে প্রাণ ভরে।